April 6, 2025

ফরচুন নিউজ ২৪

টেকনাফে ক্রিস্টাল মেথ ও বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে ১৪ হাজার পিস ইয়াবা, ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ ও পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ মে) দুপুরে টেকনাফে উত্তর লম্বরী ২নং ওয়ার্ডের মেরিন ড্রাইভ রোডে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। আটক ওসমান গনি টেকনাফের মধ্য গোদার বিল এলাকার মো. রফিকের ছেলে।

তিনি জানান, পুলিশের একটি দল টেকনাফের উত্তর লম্বরী ২নং ওয়ার্ডের মেরিন ড্রাইভ রোডে অভিযান চালায়। স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে অভিযানে ওসমান গনি (৩২) ব্যক্তির কাছ থেকে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ, ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রিমিও সাদা প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানায় পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

 

About The Author