November 22, 2024

ফরচুন নিউজ ২৪

ঝড়ো ব্যাটিং-কিপটে বোলিংয়ে ফাইনালসেরা নারিন

1 min read

ফাইনালের শ্বাসরুদ্ধকর এক লড়াই। যাতে ব্যাটে-বলে নিজেকে আলাদা করে রাখলেন সুনিল নারিন। ক্যারিবীয় এই অলরাউন্ডার প্রথমে ব্যাট হাতে ঝড় তুললেন, পরে কিপটে বোলিংয়ে দলকে গড়ে দিলেন জয়ের ভিত।

শেরে বাংলায় ফরচুন বরিশালের বিপক্ষে ওপেনিংয়ে নেমে আজ চার-ছক্কা পসরা সাজিয়েছিলেন নারিন। সমান ৫টি করে চার আর ছক্কায় ২৩ বলেই ৫৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই বাঁহাতি ব্যাটার। স্ট্রাইকরেট ছিল ২৪৭.৮২!

নারিনের ঝড়ো শুরুর কারণেই পরের ব্যাটারদের ব্যর্থতার পরও ১৫১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় কুমিল্লা। জবাবে ১৫০ রানেই থামে বরিশাল। বরিশালেই এই ১ রানের হারেও নারিনের কিপটে বোলিংয়ের বড় অবদান ছিল।

৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৫ রান খরচ করেন ক্যারিবীয় এই অফস্পিনার। তুলে নেন ক্রিস গেইল আর ডোয়াইন ব্রাভোর দুটি গুরুত্বপূর্ণ উইকেট।

স্বভাবতই ফাইনালে ম্যাচসেরার পুরস্কারটির উঠেছে নারিনেরই হাতে। ব্যাটে-বলের পারফরম্যান্সে তার চেয়ে যে আর কেউ এগিয়ে ছিলেন না!

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *