April 8, 2025

ফরচুন নিউজ ২৪

জেসিআই ঢাকা নর্থ আয়োজনে ”তারুণ্যের ভাবনা- নামক একটি প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন বয়সে তরুণ। তাই সরাকরের বাজেটে তরুণদের ভবনা ও এই জনগষ্ঠির জন্য উদ্যোগের প্রতিফলন অত্যন্ত প্রয়োজনীয়। এমন প্রেক্ষাপটে আসছে জাতীয় বাজেটে তরুণদের মতামত প্রতিফলেন জন্য আজ ৪ জুন সমকাল ও জেসিআই ঢাকা নর্থ আয়োজনে ”তারুণ্যের ভাবনা- নামক একটি প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দারাজের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। জেসিআই বাংলাদেশ সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট,ছাড়াও অনুষ্ঠানে অংশ নিয়েছেন ফরচুন গ্রুপ এর চেয়ারম্যান জনাব মিজানুর রাহমান সহ অন্যান্য অর্থনীতিবিদ, গবেষক, শীর্ষ ব্যবসায়ী, ব্যাংকার, ব্যবসাযী নেতা, ডাক্তার ও তরুণ নেতারা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *