April 12, 2025

ফরচুন নিউজ ২৪

জাপানের মুখোমুখি ব্রাজিল, দেখে নিন একাদশ

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নেমেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। টোকিওর নিউ জাপান ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টা ২০ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি।

এই ম্যাচে নিজেদের একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছে ব্রাজিল। গোলবারের নিচে ফিরেছেন দলের এক নম্বর গোলরক্ষক অ্যালিসন বেকার। এছাড়া বদলানো হয়েছে আরও তিন খেলোয়াড়কে।

জাপানের বিপক্ষে এর আগে কখনও হারেনি ব্রাজিল। এখন পর্যন্ত দুই দলের ১২ সাক্ষাতে ব্রাজিল শেষ হাসি হেসেছে ১০টি ম্যাচে, ড্র হয়েছে অন্য দুই ম্যাচ।

নিজেদের আগের ম্যাচে এশিয়ান আরেক পরাশক্তি দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছিল সেলেসাওরা। নেইমারের জোড়া গোলে ওই ম্যাচে কোরিয়াকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল।

ব্রাজিলের শুরুর একাদশ: অ্যালিসন বেকার, দানি আলভেস, এডের মিলিটাও, মার্কুইনহোস, গুইলেরমে আরানা, ফ্রেড, ক্যাসেমিরো, লুকাস পাকুয়েতা, রাফিনহা, নেইমার ও ভিনিসিয়াস জুনিয়র।

জাপানের শুরুর একাদশ: সুইচি গোন্দা, কো ইতাকুরা, ইউতা নাকায়ামা, মায়া ইয়োশিদা, ইউতো নাগাতোমো, তাকুমি মিনামিনো, ওয়াতারো এন্দো, জেঙ্কি হারাগুচি, জুনিয়া ইতো, কিয়োগো ফুরু হাসি ও আও তানাকা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *