November 24, 2024

ফরচুন নিউজ ২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য মশিউর রহমানের যোগদান

1 min read

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি সোমবার গাজীপুর মূল ক্যাম্পাসে যোগদানের মধ্যদিয়ে দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় সকলের উদ্দেশ্যে তাৎক্ষণিক বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন সামনে রেখে আমাদের পথ চলতে হবে। বর্তমান সময়ে আমরা কঠিন চ্যালেঞ্জের মধ্যদিয়ে যাচ্ছি। এই কঠিন সময়েও বাংলাদেশ অর্থনীতির দিক থেকে অনেক শক্তিশালী পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের শিক্ষার্থীদের বিষয়ে ভাবতে হবে। তারা পরীক্ষা দিতে চায়। ক্লাশরুমে যেতে চায়। পড়াশোনা চালিয়ে যেতে চায়। অনলাইন-অফলাইন যেকোন মাধ্যমেই আমাদেরকে শিক্ষাকার্যক্রম চালিয়ে যেতে হবে।

দায়িত্ব গ্রহণের পর উপাচার্য ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপাচার্যের সঙ্গে ডিন, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author