November 21, 2024

ফরচুন নিউজ ২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ

1 min read

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে প্রকাশিত ফল মুঠোফোনের ক্ষুদে বার্তার মাধ্যমে জানা যাবে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে সারাদেশে ৭৯৭টি কলেজের চার লাখ ৩০ হাজার ২৬৯ জন পরীক্ষার্থী মোট ২৯৮টি কেন্দ্রে অংশগ্রহণ করে। প্রমোশনের হার ৯৪ দশমিক ৫৮ শতাংশ।

প্রকাশিত ফল ক্ষুদেবার্তা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট nu.ac.bd/result এবং nubd.info থেকেও জানা যাবে। মুঠোফোনের ক্ষুদেবার্তার মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে nu<space>hp2<space> Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদে বার্তায় ফল জানিয়ে দেয়া হবে।

About The Author