April 14, 2025

ফরচুন নিউজ ২৪

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে দুদকের অভিযান

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটির কর্মীদের বিরুদ্ধে প্লট ও ফ্ল্যাট সেল অনুমোদন, মিউটেশন চালান পাশ, লিজ দলিলে স্বাক্ষরসহ অন্যান্য গ্রাহকসেবা প্রদানে ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে।

দুদকের কাছে অভিযোগ ছিল প্রতিষ্ঠানটিতে সিবিএর নামধারী নেতাদের ছত্রছায়ায় প্রতি টেবিলে ঘুষ বাণিজ্য করা হয়। অভিযোগ যাচাই ও সত্য উদঘাটনের জন্য সরেজমিনে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ অফিসে প্রথমে ছদ্মবেশে তথ্য সংগ্রহ ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তারা। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও বিভিন্ন নথি পর্যালোচনা করেন তারা।

সেবা গ্রহীতাদের সঙ্গে আলোচনা করে দুদক জানতে পারে প্রতিষ্ঠানটিতে প্রতিটি কাজ করতে দালাল ধরতে হয়। দালাল ছাড়া এখানে কোনো কাজ প্রায় অসম্ভব।

ছদ্মবেশে গ্রাহক সেজে কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বললে তারাও বিভিন্ন কাজের জন্য দুদক টিমের সদস্যদের নিকট টাকা দাবি করেন।

এছাড়া কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তার বিরুদ্ধে হ্যান্ড স্যানিটাইজার, আপ্যায়ন খরচ ও খাবারের মূল্য অতিরিক্ত দেখিয়ে ভুয়া ভাউচারের মাদ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পৃথক অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট দল।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক নজরুল ইসলাম এতে নেতৃত্ব দেন। দুদক টিম অভিযোগ যাচাই ও সত্য উদঘাটনের জন্য সরেজমিনে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে। এ সময় অভিযোগে উল্লেখিত বিলের ফটোকপিসহ বাজেটের কপি সংগ্রহ করে পর্যালোচনা করে দুদক টিম।

    About The Author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *