January 28, 2025

ফরচুন নিউজ ২৪

জনসম্মুখে বিয়ের প্রস্তাব-আলিঙ্গন, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার প্রেমিক যুগল

1 min read

পাকিস্তানের লাহোর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে জনসম্মুখে বিয়ের প্রস্তাব ও আলিঙ্গন করার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের প্রস্তাব দেওয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পরে বিষয়টি নজরে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এ ঘটনায় শুক্রবার তাদের বহিষ্কার করেছে লাহোর বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানিয়েছে আরব নিউজ।

দ্য নিউজ ইন্টারন্যাশনালের বরাত দিয়ে জানা যায়, ওই দুই শিক্ষার্থীর ভিডিওটি ভাইরাল হয়ে গেলে বিষয়টি নজর এড়ায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও। ডেইলি পাকিস্তান জানিয়েছে, ভিডিওটি নজরে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক মিটিংয়ের মাধ্যমে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেন। মূলত নিয়মকানুন ভঙ্গের জন্যই তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে জানায় লাহোর বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, কয়েকদিন আগে পাকিস্তানে জনসম্মুখে লাহোর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ফুল দিয়ে হাঁটু গেঁড়ে বসে এক ছাত্রকে বিয়ের প্রস্তাব দেন এবং ছাত্রটি সেই প্রস্তাবে রাজি হলে তারা একে অপরকে আলিঙ্গন করে নিজেদের আনন্দের মুহুর্তটিকে স্মরণীয় করে রাখেন। এ সময় উপস্থিত অনেকেই তাদের এই মুহূর্তটিকে ক্যামেরায় বন্দি করে ফেলেন।

About The Author