April 6, 2025

ফরচুন নিউজ ২৪

জনশুমারি গণনায় কেউ যেন বাদ না যায়: রাষ্ট্রপতি

জনশুমারি ও গৃহগণনায় কেউ যাতে বাদ না যায় এবং একাধিকবার অন্তর্ভুক্ত না হয় সেদিকে সচেতন থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে বুধবার (১৫ জুন) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার পরিবারের খানার তথ্য সংগ্রহ করা হয়। এ সময় তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এসব তথ্য জানান।

রাষ্ট্রপতি বলেন, জাতীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে জনশুমারি ও গৃহগণনার তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি সঠিক তথ্য দিয়ে এ শুমারি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। এ শুমারি থেকে কেউ যাতে বাদ না যায় এবং কেউ যাতে একাধিকবার অন্তর্ভুক্ত না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার নির্দেশ দেন রাষ্ট্রপতি।

জনশুমারির প্রশ্নপত্রে প্রায় ৩৫টি প্রশ্ন থাকবে, যেখানে গণনাকারী ট্যাব ব্যবহার করে মানুষের কাছ থেকে প্রশ্নের উত্তর সংগ্রহ করবেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *