ছাগল ঘাস খাওয়ায় বাড়িতে গিয়ে মালিককে হত্যা
1 min readবগুড়ার শাজাহানপুরে ছাগল ঘাস খাওয়া নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবু হানিফ (৪২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা গ্রামে এ ঘটনা ঘটে।এতে নিহতের ছেলে জাকিরুল ইসলাম (২০) গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আবু হানিফ শাজাহানপুর উপজেলার চাঁচাইতারা গ্রামের খোকা প্রামানিকের ছেলে। হানিফের বাড়ির পাশে একটি জমিতে ঘাস চাষ করেছেন চাঁচাইতারা খালপাড়ার আবুল কাশেম মোল্লার ছেলে মজনু মিয়া (৩৬)। মঙ্গলবার বিকালে হানিফের ছাগল ওই জমিতে গিয়ে ঘাস খায়।এ নিয়ে সন্ধ্যার দিকে মজনু ও তার পরিবারের সদস্যরা হানিফের বাড়িতে গিয়ে বাকবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে বাবা-ছেলেকে আঘাত করেন। স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। স্বজনরা দুজনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, জাকিরুলের ইসলামের অবস্থাও আশঙ্কাজনক।
শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, হত্যার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।