চোট সমস্যা মানিয়ে ভালো ফুটবলের প্রত্যাশা বাংলাদেশের
1 min readহাভিয়ের কাবরেরা বাংলাদেশের কোচ হয়েছেন বেশি দিন হয়নি। দুটি প্রীতি ম্যাচ তার অধীনে খেলেছে জামাল ভূঁইয়ারা। তবে ফল সুখকর হয়নি। মালদ্বীপের কাছে ২-০ গোলে হারের পর মঙ্গোলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে। এবার ৩৭ বছর বয়সী কোচ তৃতীয় ম্যাচ পেতে যাচ্ছেন। ইন্দোনেশিয়ার বিপক্ষে তাদের মাঠে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত স্প্যানিশ কোচ।
সব মিলিয়ে ১২ দিনের মতো অনুশীলন হয়েছে। তবে শুরু থেকে কাবরেরা চোটের কারণে একের পর এক খেলোয়াড় হারিয়েছেন। সবশেষ মিডফিল্ডার সোহেল রানা চোটে পড়েছেন। তবে এ নিয়ে ভাবছেন না কাবরেরা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘চোট সমস্যার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। এ মুহূর্তে আমাদের দলে আছে ২২ জন খেলোয়াড়। যখন আমরা মালয়েশিয়া যাবো, তখন ২৩ জন হবে। তবে দলের সবাই এ ম্যাচের জন্য প্রস্তুত।’
কাবরেরার দলে তরুণ খেলোয়াড়দের ছড়াছড়ি। ডিফেন্ডার ঈসা ফয়সাল, মিডফিল্ডার পাপন সিংহ, ফরোয়ার্ড মারাজ হোসেন, সাজ্জাদ হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিমদের মতো তরুণ তুর্কিদের উপস্থিতিতে আশান্বিত কাবরেরা, ‘কয়েকজন তরুণ খেলোয়াড় আছে, যারা এই ম্যাচে প্রভাব রাখতে পারে। দলে কিছু খেলোয়াড় আছে, যারা এক কোচের অধীনে অনেকদিন কাজ করেছে। আমি মনে করি, এটা আমাদের দলীয় শক্তি।’