April 12, 2025

ফরচুন নিউজ ২৪

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর কাছে মিলল সাড়ে ৯ কেজি স্বর্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৮২টি স্বর্ণের বার আটক করা হয়েছে। ওই যাত্রীর নাম মোহাম্মদ এনামুল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে দুবাই থেকে আগত এক ব্যক্তির কাছ থেকে এসব স্বর্ণবার উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ।

এ সময় ওই ওই যাত্রীকে আটক করা হয়। এনামুল কক্সবাজারের চকরিয়ার অধিবাসী।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের এক যাত্রীকে আটক করে তল্লাশি করে এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ।

তল্লাশিকালে প্লাস্টিকের মোড়কে মোড়ানো বডি শিল্ড থেকে ৮২টি স্বর্ণবার পাওয়া যায়। বারগুলো প্রতিটি ২৪ ক্যারেটের। সবমিলিয়ে ৯ কেজি ৫৯০ গ্রাম। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

About The Author