চট্টগ্রামে কাউন্সিলর কার্যালয়ে আগুন, পুড়েছে বহু নথিপত্র
1 min readচট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ২১নং জামাল খান ওয়ার্ডের কাউন্সিলের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (৬ মার্চ) দিনগত রাত ১১টা ২৫ মিনিটের দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় রাত ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, ‘রাত ১১টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাই আমরা। পরে দুটি স্টেশনের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
অগ্নিকাণ্ডে অনেক পুরোনো ফাইলপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন। তিনি জাগো নিউজকে বলেন, ‘দু-তিন বছর আগের পুরোনো ফাইল সব পুড়ে গেছে। পাশাপাশি ওয়ার্ড অফিসে স্থাপিত ডিজিটাল ল্যাবটিও পুড়ে গেছে। এখানে একটি দামি কম্পিউটার ছিল, সেটাও পুড়ে নষ্ট হয়ে গেছে।’