April 9, 2025

ফরচুন নিউজ ২৪

ঘর পরিষ্কার করতে গিয়ে পেলেন বাঘের ৬ বাচ্চা

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর থেকে ছয়টি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) তাতেরকাঠী গ্রামের নিজ নজরুল তালুকদারের একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা হয়।

বাড়ির মালিক নজরুল তালুকদার জানায়, শনিবার সকাল সাড়ে ১০টায় তার পরিত্যক্ত ঘর পরিষ্কারের কাজ করতে গিয়ে ছয়টি বাঘের শাবক দেখতে পাই। এর পর স্থানীয় লোকজনকে খবর দিলে তারা এসে এই ছয়টি বাঘের শাবক আটক করে।

বাউফল উপজেলা বন কর্মকর্তা আবুল কালাম বলেন, মেছো বাঘের শাবকগুলো দশমিনার ম্যানগ্রোভ বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

 

About The Author