April 5, 2025

ফরচুন নিউজ ২৪

গানের ভিডিওতে বিপাশা হায়াতের সঙ্গে মাশরাফি

জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও নড়াইলের সংসদ সদস্য মাশরাফিকে এবার দেখা যাবে একটি বিশেষ গানের ভিডিওতে।

আসছে ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এবার এই দিবসকে সামনে রেখে ‘সব্বাই সবার মতনই’ শিরোনামে বিশেষ একটি গান করেছেন ফসিলস ব্যান্ডের রুপম ইসলাম। কথাও তার লেখা। আর এই গানে কণ্ঠ দিয়েছেন  রাজু নামের একজন কণ্ঠশিল্পী।

এই গানের ভিডিওতেই মাশরাফিকে দেখা যাবে। এতে মাশরাফির সঙ্গে দেখা যাবে গুণী অভিনয়শিল্পী, মডেল ও চিত্রশিল্পী বিপাশা হায়াতকে।

ড্রামা আকারে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও। অটিজম আক্রান্ত ব্যক্তিদের সমাজ ও কার্যক্ষেত্রে অন্তর্ভুক্তিকে মুখ্য করে চলতি বছরের অটিজম সচেতনতার বিষয়টিকে প্রতিপাদ্য করে ড্রামার মাধ্যমে গানটিতে তুলে ধরা হয়েছে।

গানের ভিডিও প্রচারিত হবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইতে।

 

About The Author