April 6, 2025

ফরচুন নিউজ ২৪

কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা উঠিয়ে নিলো থাইল্যান্ড

বিদেশি পর্যটকদের অবাধে থাইল্যান্ডে ভ্রমণের জন্য আগামী ১ মে থেকে সবরকম কোয়ারেন্টাইনের নিয়ম উঠিয়ে নিয়েছে থাইল্যান্ড সরকার। তবে, যারা এখনও করোনার টিকা নেয়নি, তাদের জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক রাখা হয়েছে।

থাইল্যান্ড সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ মে থেকে থাইল্যান্ড ভ্রমণের জন্য শুধু বৈধ ভিসা, করোনা টিকার পূর্ণ ডোজ গ্রহণের সার্টিফিকেট, হেল্থ ইন্সুরেন্স (১০ হাজার মার্কিন ডলার) ও থাইল্যান্ড পাসের প্রয়োজন হবে।

সারাবিশ্বে করোনা মহামারী বৃদ্ধি পাওয়ায় পযর্টকদের থাইল্যান্ডে আগমন একপ্রকার বন্ধই ছিলো। এরপর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দেশটিতে আগমনকারীদের জন্য প্রথমে ১৪ দিনের কোয়ারেন্টাইনের নিয়ম করা হয়। তারপর সেটি কমিয়ে ৫ দিন করা হয়।

এরপর পর্যটকদের অসুবিধার কথা চিন্তা করে থাইল্যান্ড সরকার সেটি আরও কমিয়ে একদিনের কোয়ারান্টাইনের নিয়ম করে। একদিনের এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছিলো ‘টেষ্ট অ্যান্ড গো’। কিন্তু তাতেও বিদেশি পর্যটকরা তেমন পাড়ি জমায়নি দেশটিতে।

এরই পরিপ্রেক্ষিতে নতুন নিয়ম ঘোষণা করলো দেশটির সরকার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *