April 6, 2025

ফরচুন নিউজ ২৪

কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলির যেন মড়ার ওপর খাঁড়ার ঘা। একে তো দল হেরেছে বড় ব্যবধানে, তার ওপর দিতে হচ্ছে বড় জরিমানা। ত্রয়োদশ আইপিএল’র দ্বিতীয় ম্যাচেই স্লো ওভার রেটের জন্য ১২ লাখ রুপি গুনতে হচ্ছে আরসিবি অধিনায়ককে।

গতকাল বৃহস্পতিবার পাঞ্জাব একাদশের বিপক্ষে ৯৭ রানে হারের পর এই শাস্তি যেন তার জন্য মরার ওপর খাঁড়ার গা। একে প্রতিপক্ষ অধিনায়ক লোকেশ রাহুলের ক্যাচ ছেড়েছেন দুইবার, তারপরে আবার মন্থর গতির ওভারের জন্য জরিমানাও করা হয়েছে তাকে।

যেহেতু চলতি মৌসুমে এমনটা প্রথমবার করেছে কোহলির দল, তাই আইপিএলের কোড অফ কন্ডাক্ট অনুযায়ী খারাপ ওভার রেটের কারণে শুধু ১২ লাখ রুপি জরিমানা হয়েছে। আর কোনো শাস্তি দেয়া হয়নি।

About The Author