April 6, 2025

ফরচুন নিউজ ২৪

কোহলিকে ‘সাধারণ মানের খেলোয়াড়’ বললেন শোয়েব

আইপিএলের এবারের আসরে ব্যাট হাতে পুরোপুরি নিষ্প্রভ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ভারতীয় তারকা বিরাট কোহলি। চলতি আসর শুরুর আগেই অধিনায়কত্ব ছেড়ে দিয়ে চাপমুক্ত হয়েছিলেন তিনি। তবু তার ব্যাটে মিলছে না চাপহীনতার দেখা।

এখন পর্যন্ত খেলা সাত ম্যাচে মাত্র ১৯.৮৩ গড়ে ১১৯ রান করেছেন কোহলি। দুইবার চল্লিশের ঘর পেরোলেও কোনো ফিফটি করতে পারেননি আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার। আসরের শুরু থেকেই রানখরা কোহলির ব্যাটে।

সংবাদ মাধ্যমে শোয়েব বলেছেন, ‘আইপিএল একটি পারফরম্যান্সভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মডেল। এখানে কেউই রেহাই পাবে না। এমনকি বিরাট কোহলিও নয়। পারফর্ম না করলে সেও বাদ পড়ে যেতে পারে। কিছু বিষয় আমি হয়তো বলতে পারবো না। তবে তার মাথায় ঠিকই হাজারও জিনিস ঘুরপাক খাচ্ছে।’

এসময় কোহলির নিজেকে সাধারণ মানের খেলোয়াড় ভেবে সামনে এগোনোর পরামর্শ দিয়ে শোয়েব বলেন, ‘কোহলি ভালো মানুষ এবং ভালো খেলোয়াড়। তবে আমি চাই সে এখন যেকোনো একটি জিনিসের ওপর মনোযোগ দেক। নিজেকে সাধারণ খেলোয়াড় ভাবুক এবং ব্যাট হাতে খেলা শুরু করুক। মানুষ এরই মধ্যে কোহলির দিকে আঙুল তুলতে শুরু করেছে।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *