April 26, 2024

ফরচুন নিউজ ২৪

কোরআনে হাফেজদের জন্য গাড়ি ভাড়া ফ্রি!

1 min read

গায়ে লেখা ‘কোরআনে হাফেজদের জন্য গাড়ি ভাড়া ফ্রি’। বাসের সামনে টাঙ্গানো এমনই একটি পোস্টার। ঢাকা-ফোনী রুটের ওই বাসের নাম ‘নিউ যাত্রীসেবা’। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ওই বাসের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন। ক্যাপশনে লিখেন ‘Love and respect (ভালোবাসা ও শ্রদ্ধা)।

ঢাকা মেট্রো-ব, ১৪-৮৩৩৯ নম্বরের বাসটির ছবি দেখে ধারণা করা যাচ্ছে, বাসটির রুট পারমিট নেওয়া হয়েছে ঢাকা থেকে ফেনী পর্যন্ত। এই বাসে হাফেজে কুরআনদের থেকে কোনো ভাড়া নেয়া হয় না।

সাইফুদ্দিন নিজের ভেরিফাইড ফেসবুকে ছবিটি পোস্ট করার পর তা ভাইরাল হয়। সাত ঘন্টা আগে শেয়ার করা ছবিটিতে প্রতিবেদন লেখা পর্যন্ত লাইক পড়েছে প্রায় ৬৯ হাজার। আর পোস্টটি শেয়ার হয়েছে ৪৫১ বার। মন্তব্য পড়েছে প্রায় ১৫শ’।

সাইফুদ্দিনের পোস্টের অসংখ্য কমেন্টদাতা বলেছেন, এটি একটি ভালো উদ্যেগ। কোরআনে হাফেজরা ফ্রি-তে যাবে না। তবে তাদের সম্মানে এ ধরনের উদ্যেগ সত্যিই প্রশংসনীয় এবং অন্যদের জন্য শিক্ষণীয়। একজন কমেন্টকারী বলেছেন, হাফেজদের সম্মানে এ ধরনের আরো উদ্যোগ রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়া দরকার।

About The Author