কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৭ মার্চ) টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। এদিন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন তারা।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে, যা শুরু হবে বৃহস্পতিবার থেকে।
কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর ১২টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ওই দিন একটি শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন। বিকেলে হবে আলোচনা সভা।
১৮ মার্চও আওয়ামী লীগের উদ্যোগে টুঙ্গিপাড়ায় একটি আলোচনা সভা হবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।