November 24, 2024

ফরচুন নিউজ ২৪

করোনায় মৃত্যু সাড়ে ৯ লাখ ছাড়াল, আক্রান্ত ৩ কোটির বেশি

1 min read

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে। মাত্র সাড়ে নয় মাসের মধ্যে বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। বৈশ্বিক এ মহামারিতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাড়ে নয় লাখেরও বেশি মানুষ।

করোনা সংক্রমণের হালনাগাদ তথ্যপ্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, বিশ্বে এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লাখ ৫১ হাজার ৭২৩ জন। মারা গেছেন ৯ লাখ ৫০ হাজার ৫৫৭ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ২০ লাখ ৪১ হাজারের বেশি মানুষ।

গত বছরের শেষদিন, অর্থাৎ ৩১ ডিসেম্বর প্রথম করোনা রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল চীন। এরপর দ্রুতই তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। ইতোমধ্যেই কমপক্ষে ২১৩টি দেশ ও অঞ্চলে ধরা পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

বিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র। সংক্রমণের দিক থেকে তালিকার শীর্ষে থাকা দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৮ লাখ ৭৪ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন অন্তত ২ লাখ ২ হাজার ২১৩ জন।

গত কয়েক সপ্তাহ ধরে নিয়ন্ত্রণহীন হারে রোগী বাড়ছে ভারতে। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে প্রায় প্রতিদিনই লাখের কাছাকাছি নতুন রোগী পাওয়া যাচ্ছে, মারা যাচ্ছেন হাজারও মানুষ। সেখানে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ১৪ হাজার ৬৭৭ জন, মৃত্যু হছে ৮৪ হাজার ৪০৪ জনের।

এরপর ব্রাজিলে ৪৪ লাখ, রাশিয়ায় ১০ লাখ, পেরুতে সাড়ে সাত লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, মহামারি শুরুর পর থেকে বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে গত ১৭ সেপ্টেম্বর। এদিন ৩ লাখ ১৪ হাজার ৭৫২ জন নতুন রোগী পাওয়া গেছে।

তবে আশার কথা, সংক্রমণ ব্যাপক হারে বাড়লেও আগের তুলনায় মৃত্যুহার কিছুটা কমেছে। এই মহামারিতে একদিনে সর্বাধিক মৃত্যু হয়েছে গত ১৭ এপ্রিল ৮ হাজার ৫১৩ জনের। সেই তুলনায় গত বৃহস্পতিবার মারা গেছেন ৫ হাজার ৫৭৯ জন।

বিশ্বজুড়ে বর্তমানে সক্রিয় কোভিড-১৯ রোগী রয়েছেন ৭৩ লাখ ৫৯ হাজার ৭২৯ জন। এদের মধ্যে ৯৯ শতাংশই মৃদু উপসর্গযুক্ত।

About The Author