April 5, 2025

ফরচুন নিউজ ২৪

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বাপ্পী লাহিড়ী

ভারতের কিংবদন্তি গায়ক ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ী করোনায় আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা কিছুটা নাজুক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বর্তমানে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন বাপ্পী।

ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বাপ্পি লাহিড়ীর করোনা রিপোর্ট পজিটিভ। আপতত ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে তার সংস্পর্শে যারা এসেছেন, তাদের সকলকে করোনা পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছে বাপ্পি লাহিড়ীর পরিবার।

প্রসঙ্গত, মার্চের শুরুতেই করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করিয়েছিলেন ৬৮ বছর বয়সী এই সংগীত তারকা।

 

About The Author