May 23, 2025

ফরচুন নিউজ ২৪

করোনায় আক্রান্ত ডি মারিয়া ও পারদেস

উয়েফা চ্যাম্পিয়নস লিগ হারের ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরও এক ধাক্কা প্যারিস সেইন্ট জার্মেই-পিএসজির দলে। ফ্রান্সের ক্লাবটির দুই ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত বলে সোমবার (৩১ আগস্ট) জানিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। তবে খেলোয়াড়দের পরিচয় গোপন রেখেছিল কর্তৃপক্ষ।

কিন্তু বেশি সময় আর গোপন রাখতে পারেনি খেলোয়াড়দের পরিচয়। অবশেষে জানা গেল করোনায় আক্রান্ত দুই খেলোয়াড় হলেন অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিওনার্দো পারদেস।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পর ক্লাবের সকল খেলোয়াড় অবকাশ যাপনের উদ্দেশে পাড়ি জমান স্পেনের দ্বীপ ইবিজিয়ায়। আর সেখান থেকেই করোনায় আক্রান্ত হন ডি মারিয়া এবং -পারেদেস। খবর নিশ্চিত করেছে ইএসপিএন।

About The Author