April 7, 2025

ফরচুন নিউজ ২৪

করোনামুক্ত হলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

করোনামুক্ত হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল বুধবার (২১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রীর সিনিয়র তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান।

তিনি জানিয়েছেন, পরপর দুটি রিপোর্টে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের করোনা নেগেটিভ এসেছে। সর্বশেষ নেগেটিভ রিপোর্ট হাতে পেয়েছেন বুধবার। শাহেদুর রহমান জানিয়েছেন, তিনি এখনও হাসপাতালে। মন্ত্রী কবে বাসায় ফিরবেন, তা এখনও সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে পরিকল্পনামন্ত্রী গত ১৩ অক্টোবর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। এখনও তিনি সিএমএইচে চিকিৎসাধীন।

About The Author