May 24, 2025

ফরচুন নিউজ ২৪

করোনা আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনালদো

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পর্তুগিজ অধিনায়ক তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার জুভেন্টাসের এই তারকা ফুটবলের রিপোর্ট কোভিড পজিটিভ এসেছে।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই্ তথ্য জানানো হয়েছে। ফলে নেশন কাপে সুইডেনের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না সিআর সেভেন।

ফেডারেশন আরও জানায়, রোনালদোর শরীরে সংক্রমণ ধরা পড়ার পর দলের বাকি খেলোয়াড়দেরও টেস্ট করা হয়েছে। তবে আর কেউ আক্রান্ত হননি বলে টেস্ট রিপোর্ট থেকে জানা গেছে।

তবে, শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ায় আগামী শনিবার সিরি আ’ টুর্নামেন্টে ক্রোটোনের বিপক্ষে এবং দুই দিন পর ডায়নামো কিয়েভের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

About The Author