April 6, 2025

ফরচুন নিউজ ২৪

এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল

আগামী এপ্রিল মাসে মাঠে গড়ানোর কথা রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তার আগে চেন্নাইয়ে ১৮ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১১ এপ্রিল শুরু হতে পারে ফ্রাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। ফাইনাল হতে পারে ৫ অথবা ৬ জুন।

ভারতীয় গণমাধ্যমে এমনটি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা। খবরে বলা হয়- ১১ থেকে ১৪ এপ্রিলের মধ্যে শুরু হতে পারে ২০২১ আইপিএলের মৌসুম। চলবে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত। করোনা ভাইরাসের কারণে গতবার ভারতে আইপিএলের আয়োজন করা সম্ভব হয়নি। সেবার আইপিএলের ১৩তম আসর বসেছিল সংযুক্ত আরব আমিরাতে।

এবার ভারতীয় ক্রিকেট বোর্ড দেশে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করতে চায়। যদি তাই হয়, তাহলে আইপিএলের আগে ক্রিকেটারদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার চেষ্টা করা হবে।

 

About The Author