উরস ফেরত যানের চাপে আজও দৌলতদিয়ায় দীর্ঘ লাইন
1 min readফরিদপুর আটরশির বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফের বাড়তি ও নিয়মিত যানবাহনের চাপে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া প্রান্তে আজও প্রায় ৮ কিলোমিটার সড়কে যানবাহনের লম্বা সিরিয়াল তৈরি হয়েছে। ফলে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাচ্ছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
বুধবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার সড়কে যাত্রবাহী বাসসহ অন্যান্য যানবাহন এবং ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরের গোয়ালন্দ মোড়ের প্রায় ৩ কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাকের লম্বা সিরিয়াল দেখা যায়।দীর্ঘ সিরিয়াল তৈরি হওয়ায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ী গোয়ালন্দের যাত্রীবাহী যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা ও পণ্যবাহী ট্রাককে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। যদিও অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাককে পারাপার করছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ। সময় যত বাড়বে ততই যানবাহনের সিরিয়ালও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।