April 5, 2025

ফরচুন নিউজ ২৪

উঠে যাচ্ছে সৌদি আরবে ভ্রমণ নিষেধাজ্ঞা

করোনা ভাইরাস ঠেকাতে সৌদি আরবের আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে জানুয়ারির ১ তারিখের পর। তখন আকাশ, নৌ ও স্থলপথে সৌদি আরবে যাওয়া যাবে।

অবশ্য মঙ্গলবার থেকেই অল্প সংখ্যক মানুষ দেশটিতে প্রবেশ করতে পারবেন। এ জন্য সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সৌদি আরবের ইন্টেরিয়র মিনিস্টারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।

এই বছর শেষ হওয়ার এক মাস আগেই ভ্রমন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হবে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় দরকারি স্বাস্থ্য বিধি প্রণয়ন করবে। এমনকী পরিস্থিতির উন্নতি হলে মিলতে পারে ওমরাহ করার অনুমতিও।

About The Author