উজিরপুর পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের গিয়াস বেপারী
বরিশালের উজিরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী গিয়াস উদ্দিন বেপারী।
৫ হাজার ৭শ’ ৫ ভোট পেয়ে টানা দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র মো. শহিদুল ইসলাম খান পেয়েছেন ৮শ’ ৩৫ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কাজী কাজী শহিদুল ইসলাম পেয়েছেন ৬৭৭ ভোট। পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম সোমবার রাত ৯টায় এই তথ্য নিশ্চিত করেছেন।