April 6, 2025

ফরচুন নিউজ ২৪

ইরাকে দূতাবাস বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র!

ইরাক সরকার বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে রকেট হামলার ঘটনা ঠেকাতে না পারলে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস বন্ধ করে দেবে। ওয়াল স্ট্রিট জার্নাল একজন মার্কিন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ এবং প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির সঙ্গে টেলিফোনে এ বিষয়ে কথা বলেছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা এ সুযোগে রকেট হামলার বিষয়ে ইরানের দিকে আঙুল তুলে বলেন, ইরান সমর্থিত গোষ্ঠীগুলো আমাদের দূতাবাসে রকেট হামলা চালাচ্ছে যা শুধু আমাদের জন্য নয় বরং ইরাক সরকারের জন্যও বিপদের কারণ।

About The Author