April 8, 2025

ফরচুন নিউজ ২৪

ইনজুরিতে পড়লেন মুশফিক, হাসপাতালে গেলেন মিরাজ

রোববার ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্স পর্বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচে শেখ জামালের হয়ে খেলতে নেমেছিলেন মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজ।

কিন্তু দুভার্গ্য, একই ম্যাচে ইনজুরির শিকার হলেন জাতীয় দলের দুই ক্রিকেটার মুশফিক এবং মিরাজ। অথচ একই দিন বিকালে ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড। যে স্কোয়াডে রয়েছেন মুশফিক এবং মিরাজ- দু’জনই।

এর আগে পারভেজ রসুলের করা ইনিংসের দশম ওভারে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে বাঁ-পায়ের গোড়ালিতে আঘাত পান মুশফিক। সঙ্গে সঙ্গে ড্রেসিং রুমে চলে আসেন তিনি। বরফ দিয়ে তার ব্যথা কমানোর চেষ্টা করা হয়।

যদিও জানা গেছে, তাদের ইনজুরি সিরিয়াস নয় এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগেই তারা ফিট হয়ে উঠবেন বলে মনে করছেন বিসিবি’র প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘তাদের ইনজুরি গুরুতর নয়। তারা প্রথম টেস্টে খেলতে পারবে। সাদমান ইসলাম (দল থেকে বাদ পড়া ওপেনার) শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে।’

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *