November 22, 2024

ফরচুন নিউজ ২৪

ইউক্রেনের ২৩ হাজার ৩৬৭ সেনা নিহত

1 min read

সাত সপ্তাহেরও বেশি সময় ধরে চলা রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানে’ ইউক্রেন ২৩ হাজারের বেশি সেনা হারিয়েছে। স্থানীয় সময় শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন।

তার দাবি, যুদ্ধকালে ইউক্রেনের ১০০টির বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার এবং দুই হাজার ২০০টির বেশি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করেছে রাশিয়া। খবর রুশ সংবাদ সংস্থা তাস’র।

সংবাদ সম্মেলনে ইউক্রেনের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে কোনাশেনকভ জানান, গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রুশ সামরিক অভিযানে এ পর্যন্ত ইউক্রেনীয় সেনাদের ছয়টি লক্ষ্যবস্তু, ১৩২টি যুদ্ধবিমান, ১০৫টি হেলিকপ্টার, ২৪৫টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ৪৫৭টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া।

এসময়ে ইউক্রেনের ২ হাজার ২২৪টি ট্যাংক ও সাঁজোয়া যান, ২৫১টি মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার, ৯৭১টি কামান ও মর্টার এবং ২ হাজার ১২৩টির মতো সামরিক যান ধ্বংসের দাবি করেন রুশ মুখপাত্র।

ইগর কোনাশেনকভের এসব তথ্য তুলে ধরার একদিন আগেই মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জেলেনেস্কি জানিয়েছিলেন, রাশিয়ার সেনা অভিযানে তার দেশের এ পর্যন্ত  হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছে হাজারখানেক সেনা। তবে আহতদের মধ্যে সেরে ওঠেছেন কতজন সে তথ্য জানাননি তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, চলমান যুদ্ধে রাশিয়ার এ পর্যন্ত ১৯ থেকে ২০ হাজার সেনা নিহত হয়েছেন। যদিও রাশিয়ার পক্ষ থেকে এ সংখ্যা এক হাজার ৩৫১ জন বলা হচ্ছে।

জাতিসংঘের ধারণা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ইউক্রেনে কমপক্ষে এক হাজার ৯৮২ বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। তবে এ সংখ্যা আরও বেশি হতে পারে। আহতের সংখ্যা দুই হাজার ৬৫১ জন। দেশটি থেকে এ পর্যন্ত ৪৬ লাখের মতো পালিয়েছেন। নিজ দেশে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৭০ লাখের মতো।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *