ইঁদুরের যন্ত্রণা থেকে মুক্তি মিলবে দুই দিনেই
1 min readঘরে একটি ইঁদুর থাকলও তার থেকে কিছুদিনের মধ্যেই বেড়ে যায় আরো কয়েকটি। এভাবেই একসময় পুরো ঘর ভর্তি গিজগিজ করে শুধু ইঁদুর। আর তাদের যন্ত্রণায় অতীষ্ট হয়ে ওঠে সবাই।
অনেকে ঘরবাড়ি পরিষ্কার রেখেও ইঁদুরের যন্ত্রণা থেকে বাঁচতে পারছেন না। তারা জেনে নিন সহজে ইঁদুরের হাত থেকে বাঁচতে সহজ উপায়-
> তুলোর ছোট ছোট বল পিপারমিন্ট তেলে ডুবিয়ে ঘরের বিভিন্ন স্থানে রাখুন। পিপারমিন্টের গন্ধ ইঁদুর সহ্য করতে পারে না!
> লবঙ্গর ঝাঁঝাঁলো গন্ধ ও স্বাদ দুটোই ইঁদুরের কাছে খুব অস্বস্তিকর। কয়েকটা আস্ত লবঙ্গ কাপড়ে পেঁচিয়ে ঘরে কোণায় রেখে দিন। ইঁদুর পালাবে!
> ঘরের যেখানে বেশি ইঁদুরের উপদ্রব, সেখানে পুরনো কপাড়ে লাল মচিরে গুঁড়ো পুড়ে, পোটলা বানিয়ে রেখে দিন। শুধু ইঁদুর নয় অন্যান্য পোকা যেমন- পিঁপড়া, তেলাপোকা ও ছাড়পোকা দূর করতেও লাল মরিচের গুঁড়োর কোনো বিকল্প নেই!
> পঁচা পেঁয়াজের গন্ধ ইঁদুরের যম! তবে এই গন্ধে আপনার টেকাও দায় হতে পারে! কাজেই, চাইলে টাটকা পেঁয়াজও ইঁদুর উপদ্রুত জায়গায় রাখতে পারেন এবং নিয়মিত পরিবর্তন করুন।
> পঁচা পেঁয়াজের গন্ধ ইঁদুরের যম! তবে এই গন্ধে আপনার টেকাও দায় হতে পারে! কাজেই, চাইলে টাটকা পেঁয়াজও ইঁদুর উপদ্রুত জায়গায় রাখতে পারেন এবং নিয়মিত পরিবর্তন করুন।
> রাতে ঘরের বিভিন্ন জায়গায় যথেষ্ট পরিমাণে বেকিং সোডা ছড়িয়ে রাখুন। সকালে ঝেঁড়ে ফেলে দেবেন। ইঁদুর আর ওমুখো হবে না!