আড়তদার বেশে সাকিব আল হাসান
1 min readক্রিকেটের মাঠ ছেড়ে আড়তদার! পুরোদস্তুর ঢাকাইয়া ব্যবসায়ী দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রশ্ন উঠতে পারে সবাই শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি নিচ্ছেন কিন্তু সাকিব কেন ব্যবসায় নামলেন? সত্যি সত্যিই কি চাল-ডালের ব্যবসায় নামলেন সাকিব?
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন সাজে ছবি দেয়ার পর মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ডাল, চাল ও শস্য নিয় বসে থাকা এই ছবি নিয়ে শুরু হয় নানা আলোচনা।
তবে বিজ্ঞাপনচিত্রের জন্যই এই বেশ সাকিবের। বিজ্ঞাপনচিত্রটি মূলত ব্যবসায়ীদের জন্য বেশ শিক্ষামূলক। মেসার্স এস টু এস ট্রেডার্সের মালিক সাকিব। না জেনে-বুঝেই মানুষের কথায় বিনিয়োগ করেন শেয়ারবাজারে। ফলে বড় অঙ্কের লোকসানের মুখ দেখতে হয় সাকিবকে।
কিভাবে বিনিয়োগ করা উচিত, বা কি কি সাবধানতা অবলম্বন করা উচিত, মূলত সে বার্তাই আছে সাকিবের এই বিজ্ঞাপনে। অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হয়ে এই বিজ্ঞাপনে কাজ করছেন তিনি। এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচেতনতামূলক বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলেন সাকিব।