April 7, 2025

ফরচুন নিউজ ২৪

আলী যাকেরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২০ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী আজ এক শোক বার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধ, দেশের শিল্পকলা ও সাংস্কৃতিক অঙ্গনে আলী যাকেরের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রায় চার বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

About The Author