April 12, 2025

ফরচুন নিউজ ২৪

আম্বানীকে টপকে ভারতের এক নম্বর ধনী আদানি!

ভারতের এক নম্বর ধনী মুকেশ আম্বানীকে টপকে গেলেন শিল্পপতি গৌতম আদানি। বৃহস্পতিবার শেয়ার বাজার বন্ধের পরে এ ঘটনা ঘটে। এর আগে ২০২১ সালের নভেম্বরে আম্বানীদের টপকে যান আদানি।

ফোর্বস পত্রিকার ‘রিয়েলটাইম ডেটা নেটওয়ার্থ’-এর হিসাব বলছে, বিশ্বের ১১তম ধনীর জায়গাটিও নিয়ে নিয়েছেন আদানি। সম্প্রতি শেয়ার বাজারে পতন হলেও আদানি গ্রুপ খুব একটা ধাক্কা খায়নি। তাতেই এই উত্থান বলে দাবি করা হয়েছে।

সর্ব শেষ হিসাব বলছে আদানির সম্পত্তির পরিমাণ প্রায় ৮৯.৫ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬.৭২ লাখ কোটি টাকা)। সেখানে অম্বানীর ৮৯.৪ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬.৭১ লাখ কোটি টাকা)।

গুজরাতকেন্দ্রীক আদানি গ্রুপ মূলত বন্দর সংক্রান্ত শিল্পের সঙ্গে যুক্ত। তবে সম্প্রতি তারা অন্য ব্যবসাও শুরু করেছে। দক্ষিণ কোরিয়ার সংস্থা ‘পস্কো’র সঙ্গে ব্যবসায়ীক চুক্তি করেছে তারা। লগ্নি হতে পারে প্রায় ৩৭,৫০০ কোটি টাকা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *