May 21, 2024

ফরচুন নিউজ ২৪

আজ রাতের তাপমাত্রা বাড়তে পারে

1 min read

গত কয়েকদিন ধরেই দেশের তাপমাত্রা বাড়তির দিকে। ফলে দেশের অধিকাংশ অঞ্চলেই তাপমাত্রা কিছুটা বেড়েছে। শৈত্যপ্রবাহও বিদায় নিয়েছে। এ অবস্থায় আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

রোববার (১৪ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পরে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর পরের তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন ঘটতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

About The Author