আজ থেকে নগদ সহায়তা পাবেন ক্ষতিগ্রস্ত এক লাখ কৃষক

দেশের ছয় জেলায় বজ্রপাতে ক্ষতিগ্রস্ত প্রায় এক লাখ কৃষককে রোববার থেকে নগদ সহায়তা প্রদান শুরু করবে সরকার।
মোবাইলের মাধ্যমে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে এ সহায়তা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মোবাইল ওয়ালেট সার্ভিস বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের নগদ সহায়তা দেয়া হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, উদ্বোধনের তিনদিনের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ২ হাজার ৫০০ টাকা প্রদান করা হবে। এতে প্রায় ২৫ কোটি টাকা ব্যয় হবে।
উল্লেখ্য, ২০২১ সালের ১ এপ্রিল থেকে গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা ও গাইবান্ধা জেলায় ৯৭ হাজার ৫৯৫ জন কৃষক বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হন। ক্ষতিগ্রস্ত প্রতি কৃষক আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা পাবেন।