April 7, 2025

ফরচুন নিউজ ২৪

আওয়ামী লীগে পদ পেলেন জায়েদ খান

ঢাকাই সিনেমার পরিচিত মুখ জায়েদ খান। ২০০৮ সালে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন তিনি। তারপর একে একে অভিনয় করছেন প্রায় ২০টি সিনেমায়। পর্দার কাজের থেকে সাংগঠনিক কাজে সরব এ অভিনেতা। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাএবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ৫৪ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটির সদস্য হিসেবে জায়েদ খান ছাড়াও একাধিক অভিনেতার নাম এসেছে।

২০১৯-২১ মেয়াদের কমিটিতে শোবিজ দুনিয়া থেকে আছেন, সাবেক সংস্কৃতি মন্ত্রী বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর, সাবেক প্রতিমন্ত্রী অভিনেত্রী তারানা হালিম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চয়ন ইসলাম, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা ফেরদৌস আহমেদ, জায়েদ খান, হারুনুর রশিদ, এহসানুল হক মিনু, সঙ্গীতশিল্পী রফিকুল আলম এবং শুভ্র দেব।ধারণ সম্পাদক পদে আছেন জায়েদ খান।সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট নাট্যনির্দেশক মঞ্চসারথী আতাউর রহমান। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।

About The Author