অ্যাসোসিয়েটেড অক্সিজেনের অস্বাভাবিক দর বৃদ্ধিতে বিএসইসির তদন্ত কমিটি গঠন
1 min readশেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
২ সদস্যের কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধিতে ম্যানুপুলেশন, ইনসাইডার ট্রেডিংসহ অন্যান্য কারণ খতিয়ে দেখে প্রতিবেদন জমা দিতে বলেছে কমিশন।
সোমবার (০৯ নভেম্বর) বিএসইসির সহকারী পরিচালক নান্নু ভূঁইয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, একটানা দর বৃদ্ধির বিষয়টি বিএসইসির নজরে আসায় কোম্পানিটির বিরুদ্ধে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থাটির পরিচালক শেখ মাহবুবুর রহমানকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন, সংস্থাটির সহকারী পরিচালক ওয়ারিসুল হাসান রিফাত।