April 6, 2025

ফরচুন নিউজ ২৪

অধিনায়ক মাহমুদউল্লাহর হাফসেঞ্চুরি জেতাল দলকে

জায়গামত ঠিক জ্বলে ওঠার ব্যাপারটা তার মধ্যে আগে থেকেই আছে। কদিন আগেই তো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি আসরের ফাইনালে ম্যাচ জেতানো এক ইনিংস উপহার দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এবার জাতীয় দলের প্রথম প্রস্তুতি ম্যাচেও জ্বলে উঠলো মাহমুদউল্লাহর ব্যাট। তামিম, মুশফিক, সাকিব, লিটন, সৌম্যের মত প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা কেউ না পারলেও ম্যাচের একমাত্র হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে রিয়াদের উইলো থেকে।

আজ (বৃহস্পতিবার) বিকেএসপিতে মাঠে গা গরমের ম্যাচে মাহমুদউল্লাহর ক্যাপ্টেনস নকেই জিতেছে তার দল। তামিম ইকবালের দল মাহমুদউল্লাহদের লক্ষ্য দিয়েছিল ১৬১ রানের।

মাহমুদউল্লাহর ৬৪ বলে ৫১ রানের ইনিংসে ১৯ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তার দল। রিয়াদের হাফসেঞ্চুরির সাথে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহীমও ২৮ রান করে (৪৮ বলে) ম্যাচ জেতানোয় রেখেছেন কার্যকর ভূমিকা। এছাড়া অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে এসেছে ১৪ বলে ১৩ রান।

 

About The Author