৭০টি সিমসহ রোহিঙ্গা আটক
1 min readমোবাইলের ৭০টি সিম কার্ডসহ রোহিঙ্গা এক যুবককে আটক করেছে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (১৬-এপিবিএন)। এ সময় তার কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকাও জব্দ করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ যুবায়ের (৩২) জামতলী ক্যাম্পের এইচ-১৫ ব্লকের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে।
রোববার (২২ নভেম্বর) সকালে ১৬ আর্মড পুলশি ব্যাটালিয়ান (এপিবিএন) অধিনায়ক মো. হেমায়েতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এপিবিএন অধিনায়ক জানান, রোহিঙ্গাদের অনেকের বিরুদ্ধে বাংলাদেশি সিমকার্ড বিক্রির অভিযোগ রয়েছে। সগোপন তথ্যের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। তার কাছে ৭০টি সিম পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
এছাড়াও এতগুলো সিম কীভাবে রোহিঙ্গার হাতে এসেছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ১৬ এপিবিএন অধিনায়ক হেমায়েতুল ইসলাম।