৩২ তম স্প্যানে পদ্মাসেতুর প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান
1 min readপদ্মাসেতুর ৪ ও ৫ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ৩২তম স্প্যান ‘ওয়ান-ডি’। আর এর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর ৪ হাজার ৮০০ মিটার। অর্থাৎ প্রায় ৫ কিলোমিটার।
রোববার (১১ অক্টোবর) সকাল ৯টা ২২ মিনিটে স্প্যানটি বসানো সম্পন্ন হয়।
এর আগে সকাল ৭টা থেকে স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়। শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা চেষ্টা করেও পিলারের ওপর স্প্যানটি বসানো সম্ভব হয়নি। আবহাওয়াসহ সব কিছু অনুকূলে থাকায় রোববার স্প্যানটি বসানো সম্ভব হলো।
সেতু সচিব বেলায়েত হোসেন জানিয়েছেন, চলতি অক্টোবর মাসে সেতুর আরও ৪টি স্প্যান বসবে। এরপর নভেম্বরে বসানো হবে সর্বোচ্চ ৫টি স্প্যান ও ডিসেম্বরের শেষ দুটি এমনটা জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা।
এদিকে পদ্মা সেতুর উপর সড়ক পথ নির্মাণ কাজ প্রায় ২ কিলোমিটার এগিয়েছে।
সরকারের নিজস্ব ৩৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ চলছে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের। এর মধ্যেই সেতুর ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানানো হয়েছে। আগামী বছর ডিসেম্বরে সেতু চালু করার কথা রয়েছে।