February 11, 2025

ফরচুন নিউজ ২৪

৩০ আগস্ট রোববার সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে

1 min read

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সনের মুহাররম মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে ২১ আগস্ট শুক্রবার থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। প্রেক্ষিতে ৩০ আগস্ট রোববার সারাদেশে আশুরা পালিত হবে।”

১০ মহররম বা আশুরা বাংলাদেশে সরকারি ছুটির দিন।

১০ মহররম মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান, বিশেষ করে শিয়া মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে পালন করেন দিনটি।

এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।

About The Author