November 22, 2024

ফরচুন নিউজ ২৪

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় শনাক্ত ৩ লাখের বেশি মানুষ, মৃত্যু আরও ৬ হাজার

1 min read

মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে তিন লাখের বেশি মানুষ। তবে আশার কথা হলো, ইতোমধ্যে ২ কোটি ৬ লাখ মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

এছাড়া দিনের হিসেবে সর্বোচ্চ প্রায় একলাখ রোগী শনাক্ত হয়েছে প্রতিবেশি দেশ ভারতে। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ১২শ’র বেশি মানুষ।

এরপরেই সর্বোচ্চ এক হাজারের বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার ব্রাজিলে মারা গেছে ৯২২ জন। দেশটিতে নতুন শনাক্ত ৪০ হাজারের বেশি।

একদিনে মেক্সিকোতে মারা গেছে ৬ শতাধিক মানুষ। এছাড়া রাশিয়া, পেরু, কলম্বিয়াতেও বাড়ছে প্রাণহানির সংখ্যা। এ নিয়ে করোনাভাইরাসে এ পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ৯ লাখ ১৯ হাজারের কাছাকাছি। মোট শনাক্ত ২ কোটি ৮৬ লাখ ৩৮ হাজারের বেশি।

About The Author