১ ম্যাচেই ৪টি রেকর্ড গড়লো সাকিব আল হাসান
1 min readরেকর্ড মানেই সাকিব আল হাসান। ক্যারিয়ারে ভুরিভুরি রেকর্ড গড়ে সাকিব যেমন নিজের জাত চিনিয়েছেন তেমনি বাড়িয়ে এনেছেন দেশের মর্যাদা।
চলমান জিম্বাবুয়ের বিপক্ষে ২য় ওডিআই ম্যাচে তো করলেন এক গাঁদা রেকর্ড। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলো।
১। তামিম ও মুশফিকের পর ৩য় বাংলাদেশি ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান।
টেস্টে সাকিব করেছেন ৩৯৩৩ রান, ওয়ানডেতে ৬৫৭০ রান ও টি-২০ ক্রিকেটে করেছেন ১৫৬৭ রান।
২। আন্তর্জাতিক ক্রিকেটে জ্যাক ক্যালিসের পর ২য় ক্রিকেটার হিসাবে ১২ হাজার রান ও ৫০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন সাকিব। তবে ক্যালিসের চেয়ে ৭২ ম্যাচ কম খেলেছে সাকিব।
৩। ২য় ওডিআই ম্যাচে ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান। ওয়ানডে ক্যারিয়ারে ২৩ তম ও আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৪ তম বারের মত ম্যাচসেরা পুরষ্কার জিতলেন সাকিব আল হাসান। হারারেতে ১০৯ বলে সাকিব খেলেছেন ৯৬* রানের ইনিংস।
৪। আন্তর্জাতিক ক্যারিয়ারে এ নিয়ে ৪ বার ৯৬ রান করলেন সাকিব আল হাসান। এর মধ্যে ২ বার আউট ও ২ বার ছিলেন নট আউট। তবে ৪ বারই ম্যাচসেরা হয়েছেন সাকিব।