July 12, 2024

ফরচুন নিউজ ২৪

১ অক্টোবর থেকে ওমান যেতে পারবেন প্রবাসীরা

1 min read

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আটকে পড়া ওমান প্রবাসীরা আগামী ১ অক্টোবর থেকে কোনো রকম বাধা ছাড়াই ফিরে যেতে পারবেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মন্ত্রী বলেন, ‘আজকে একটু আগে আরেকটা গুড নিউজ পেলাম। ওমানে আমাদের যারা এখানে আটকা পড়েছে, তারা নিশ্চিন্তে যেতে পারবে। ওমান সরকার আমাদের জানিয়েছে, যত বাংলাদেশি এখানে আটকে পড়েছে, যারা ওমানে যেতে চায়, তারা কোনো বাধা ছাড়াই যেতে পারবে এবং আগামী ১ অক্টোবর থেকেই যেতে পারবে।’

তবে ওমান যেতে হলে বৈধ ওমানি রেসিডেন্ট আইডি, বৈধ পাসপোর্ট, কোভিড-১৯ পিসিআর টেস্ট এবং ওমানে পৌঁছার পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘যেকোনো এয়ারলাইনস, যেটাই ওমানে যায়, সেটা দিয়েই (প্রবাসীরা) যেতে পারবে।’

এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ভিসা এবং আকামা (কাজের অনুমতি) সমস্যা সমাধানের পাশাপাশি বিমান এবং সৌদি এয়ারলাইনস ফ্লাইট পরিচালনার অনুমতি পাওয়ায় খুব শিগগিরই আটকা পড়া বাংলাদেশি শ্রমিকরা তাদের কর্মস্থল সৌদি আরবে ফিরে যেতে পারবে। সৌদি সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইনস অবতরণের অনুমতি দিয়েছে, যা সুষ্ঠুভাবে বাংলাদেশিদের সৌদি যেতে সহায়তা করবে।

বাংলাদেশ সরকারও সৌদির সব এয়ারলাইনসকে অবতরণের এবং বাংলাদেশিদের সৌদিতে ফেরত নেওয়ার অনুমতি দিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন আরো বলেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, যারা তাদের কর্মস্থলে ফিরতে চায়, সৌদি সরকার তাদের ভিসার মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। বাংলাদেশের শ্রমিকদের আকামা আরো ২৪ দিন বৈধ থাকবে এবং প্রয়োজনে আরো বাড়ানো হবে। তবে ‘দূতাবাস আকামা দেয় না। নিয়োগকর্তা দেয়,’ বলেও জানান তিনি।

 

About The Author