হাটহাজারী মাদ্রাসা বন্ধ ঘোষণা
1 min readচট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়, গত ২৪ আগস্ট কওমি মাদ্রাসাসমূহের কিতাব বিভাগের কার্যক্রম শুরু ও পরীক্ষা নেওয়ার জন্য কতিপয় শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়। কিন্তু আরোপিত শর্তসমূহ যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসাটি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করা হলো।
প্রসঙ্গত, বিভিন্ন দাবিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে হাটহাজারী মাদ্রাসায় বিক্ষোভ করছেন ছাত্ররা। এ সময় মাদ্রাসার পরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীসহ বিভিন্ন শিক্ষকের রুমে ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এর আগে বুধবার রাতে ছাত্রদের আন্দোলনের মুখে হাটহাজারী মাদ্রাসা থেকে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষা সচিব মাওলানা আনাস মাদানীকে অব্যাহতি দেওয়া হয়।