September 20, 2024

ফরচুন নিউজ ২৪

হঠাৎ অসুস্থ রণবীর

1 min read

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। যদিও তার পরিবারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। তবে ভারতীয় গণমাধ্যম বলছে, করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রণবীরের।

অভিনেতার কাকা রণধীর কাপুর স্বীকার করেছেন তার অসুস্থতার কথা। মুম্বইয়ের এক সংবাদমাধ্যমে তিনি বলেন, রণবীরের অসুস্থতার কথা শুনেছি। কিন্তু ঠিক কী হয়েছে সে ব্যাপারে তথ্য দিতে পারছি না। আমি আপাতত শহরের বাইরে রয়েছি।

কয়েক মাস আগে রণবীরের মা অভিনেত্রী নীতু কাপুর করোনায় আক্রান্ত হয়েছিলেন। চণ্ডীগড়ে ‘জুগ জুগ জিয়ো’ সিনেমার চিত্রায়ণ করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন তিনি।

এদিকে চলতি বছরের শুরুতে বেশ কয়েকটি সিনেমায় কাজ শুরু করেছিলেন রণবীর। গত বছর শেষের দিকে মুক্তি পেয়েছিল রণবীর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি। এ ছাড়া পরিচালক লব রঞ্জনের ‘অ্যানিমাল’ সিনেমাতেও অভিনয় করার কথা রয়েছে রণবীরের।

About The Author