October 27, 2024

ফরচুন নিউজ ২৪

স্যানিটেশনে অসমতা দূরীকরণের বরিশালে কর্মশালা অনুষ্ঠিত

1 min read

ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন কোলাবরেটিভ কাউন্সিল (ডাব্লিউ.এস.এস.সি.সি) এর অর্থায়নে উন্নয়ন সহযোগি টিম (ইউএসটি) এর সহায়তায় আভাস বরিশাল জেলার সদর উপজেলায় কান্ট্রি এনগেজমেন্ট প্লান (সিইপি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এ প্রকল্পের আওতায় বরিশাল জেলায় স্থানিয় সরকার বিভাগ,ডিপিএইচই এবং আভাস আয়োজনে স্যানিটেশনে অসমতা দূরীকরণের উপরে জেলা পর্যায়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। সরকারী কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক, কমিউনিটি থেকে নারী এবং কিশোরি, স্থানীয় নির্বাচিত ব্যক্তিবর্গ সমন্বয়ে স্যানিটেশনে অসমতা দূরীকরণের উপরে জেলা পর্যায়ে একটি কর্মশাল সোমবার বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রফেসর শাহ সাজেদা। কর্মশালায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, ডিপিএইচই সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজ্জাম্মেল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস এডিপিও মীর মু. জাহিদুল কবির তুহিন, জেলা মাধ্যমিক শিক্ষা সহকারী পরিদর্শক হাফছা বেগম। সমমনা এনজিও থেকে সেইন্ট-বাংলাদেশ, বিএমকেএস ও ম্যাপ’র নির্বাহী পরিচালকগন, পিডিও সম্পাদক, সততা’র প্রতিনিধি। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য এবং কমিউনিটি থেকে নারীরা। কর্মশালা পরিচালনায় ছিলেন আভাস এরা নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। আরও ছিলেন আভাসের কান্ট্রি এনগেজমেন্ট প্লান প্রকল্পের অর্গানাইজার ময়ুরী আক্তার টুম্পা। কর্মশালায় স্যানিটেশনের অসমতা দূরীকরণে স্থানীয় পর্যায়ের সরকারী দপ্তরসমূহ, ডিপিএইচই এবং অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ নিজেদের কর্মএলাকায় স্যানিটেশনের শতভাগ নিশ্চিতকরণে জন্য সভার প্রধান অতিথী জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান সকলকে একএে কাজ করার জন্য আহব্বান জানান।

About The Author